কিছু তারিখ,
প্রথম দুইটার মধ্যে পার্থক্য বেশি না। কিন্তু শেষের দুইটার মধ্যে বিশাল ব্যবধান। কমান্ডলাইনের সেই কালো পর্দা থেকে অ্যান্ড্রয়েডের চকচকে গ্রাফিক্স-ওয়ালা জগতে আবির্ভাব যথেষ্ট সময়সাপেক্ষ ব্যাপার। কিন্তু একবার এক জগতে আসতে পারলে সে জগতে আবার কিছু করার জন্য বেশি সময় লাগার কথা না। কিন্তু আমাকেই দেখুন সেই দুই বছর আগে অ্যান্ড্রয়েডের জন্য প্রথম বানিয়েছিলাম। কিন্তু তারপর আর কোনো খবর নাই 🙄
আমি বলছিলাম রেগুলার আপডেট দিবো। কিন্তু বেচারা আমি কথা রাখতে পারি নাই।
কিন্তু ব্যাপার না। আপডেট আসলেই আসছে। আর একটু নিচে নামেন; পেয়ে যাবেন ডাউনলিঙ্ক(পেজের নিচের কথা বলছি; ডোন্ট থিঙ্ক এলস)
কিছু ভারি কথা না বললেলই নয়। সেগুলার মধ্যে আছে যারা এখনো আইস্ক্রিম আর ব্রেড-এ সন্তুষ্ট; কষ্টের সাথে বলতে হচ্ছে এই অ্যাপ তাদের জন্য না। যারা আমাকে আসতে করে গালি দিয়েছেন তাদের জন্য বলছি, আইস্ক্রিম মানে অ্যন্ড্রয়েড আইস্ক্রিম স্যান্ডুইচ(Android 4.0-4.0.4)। আর ব্রেড মানে অ্যন্ড্রয়েড জিঞ্জারব্রেড(Android 2.3😒)
জেলি খাদকদের জন্য সুসংবাদ কারণ তারা তাদের ৬ বছরের ডিভাইসেই এটি চালাতে পারবেন।
অ্যাপের সাইজ ৩এমবিও না, তাই "আমি গরিপ" এই এক্সকিউজ চলবে না।
অ্যাপ চালানো সোজা। কোনো রকম ভুড়কি-তুড়কি নাই। সবাই জানেন বিএমআই জিনিসটা কি, এই কথা এই জন্যই বললাম কারণ দুই একজন যারা ইনস্টল করবে তারা আমার প্রায় সমান। আমি তো এত ফেমাস পাব্লিক না যে প্রাইমারির বাচ্চারা চিল্লায়া বলবে, "ওই! নাহিন বাই অ্যাপ বানাইছে! নামা সবাই"🐸
অ্যাপ কোনো জঙ্গল না, তাও এখানে বাগ-ভাল্লুক থাকতে পারে। দুই-একটা(বা আরো বেশি) খুইজা পান দয়া করে জানাবেন।🐯
অ্যাপটা আমিই বানাইছি। লেখালেখির কাজ বেশি ছিল বলে তিন জন টেস্টিং করে আমাকে সাহায্য করেছেন। আরেকজনের একটা আইকন বানিয়ে দেবার কথা ছিল। কিন্তু উনি আমার চাহিদা শুনে ৫টা আইকন ই-মেইল করে কথা বন্ধ করে দিছেন। তাই আইকন আমারই বানাতে হয়েছে। আগের আইকনের সাথে মিল থাকলে কর্তৃপক্ষ দায়ী নয়।
অনেক নিচে নামছেন। যারা পড়েছেন এই ফালতু কথা, অকারণে সময় নষ্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ।(ডাউনলিঙ্ক এখনো না😁)
একটা স্ক্রিনশট দেই,
৯ আগস্ট ২০১৬ঃ BMI Calculator win32 console
৭ জানুয়ারি ২০১৭ঃ BMI Calculator Android
৩ জানুয়ারি ২০১৯ঃ BMI Calculator Android v2
প্রথম দুইটার মধ্যে পার্থক্য বেশি না। কিন্তু শেষের দুইটার মধ্যে বিশাল ব্যবধান। কমান্ডলাইনের সেই কালো পর্দা থেকে অ্যান্ড্রয়েডের চকচকে গ্রাফিক্স-ওয়ালা জগতে আবির্ভাব যথেষ্ট সময়সাপেক্ষ ব্যাপার। কিন্তু একবার এক জগতে আসতে পারলে সে জগতে আবার কিছু করার জন্য বেশি সময় লাগার কথা না। কিন্তু আমাকেই দেখুন সেই দুই বছর আগে অ্যান্ড্রয়েডের জন্য প্রথম বানিয়েছিলাম। কিন্তু তারপর আর কোনো খবর নাই 🙄
আমি বলছিলাম রেগুলার আপডেট দিবো। কিন্তু বেচারা আমি কথা রাখতে পারি নাই।
কিন্তু ব্যাপার না। আপডেট আসলেই আসছে। আর একটু নিচে নামেন; পেয়ে যাবেন ডাউনলিঙ্ক(পেজের নিচের কথা বলছি; ডোন্ট থিঙ্ক এলস)
কিছু ভারি কথা না বললেলই নয়। সেগুলার মধ্যে আছে যারা এখনো আইস্ক্রিম আর ব্রেড-এ সন্তুষ্ট; কষ্টের সাথে বলতে হচ্ছে এই অ্যাপ তাদের জন্য না। যারা আমাকে আসতে করে গালি দিয়েছেন তাদের জন্য বলছি, আইস্ক্রিম মানে অ্যন্ড্রয়েড আইস্ক্রিম স্যান্ডুইচ(Android 4.0-4.0.4)। আর ব্রেড মানে অ্যন্ড্রয়েড জিঞ্জারব্রেড(Android 2.3😒)
জেলি খাদকদের জন্য সুসংবাদ কারণ তারা তাদের ৬ বছরের ডিভাইসেই এটি চালাতে পারবেন।
অ্যাপের সাইজ ৩এমবিও না, তাই "আমি গরিপ" এই এক্সকিউজ চলবে না।
অ্যাপ চালানো সোজা। কোনো রকম ভুড়কি-তুড়কি নাই। সবাই জানেন বিএমআই জিনিসটা কি, এই কথা এই জন্যই বললাম কারণ দুই একজন যারা ইনস্টল করবে তারা আমার প্রায় সমান। আমি তো এত ফেমাস পাব্লিক না যে প্রাইমারির বাচ্চারা চিল্লায়া বলবে, "ওই! নাহিন বাই অ্যাপ বানাইছে! নামা সবাই"🐸
অ্যাপ কোনো জঙ্গল না, তাও এখানে বাগ-ভাল্লুক থাকতে পারে। দুই-একটা(বা আরো বেশি) খুইজা পান দয়া করে জানাবেন।🐯
অ্যাপটা আমিই বানাইছি। লেখালেখির কাজ বেশি ছিল বলে তিন জন টেস্টিং করে আমাকে সাহায্য করেছেন। আরেকজনের একটা আইকন বানিয়ে দেবার কথা ছিল। কিন্তু উনি আমার চাহিদা শুনে ৫টা আইকন ই-মেইল করে কথা বন্ধ করে দিছেন। তাই আইকন আমারই বানাতে হয়েছে। আগের আইকনের সাথে মিল থাকলে কর্তৃপক্ষ দায়ী নয়।
অনেক নিচে নামছেন। যারা পড়েছেন এই ফালতু কথা, অকারণে সময় নষ্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ।(ডাউনলিঙ্ক এখনো না😁)
একটা স্ক্রিনশট দেই,
(স্ক্রিনশট কিন্তু পাইয়ের; তাই করে মনে করবেন না, "এহ আমার ফোন হলো তমুক কোম্পানীর অমুক ফ্লাগশিপ, এই খ্যাত অ্যাপ আমারটায় চলবে না😎" কারণ বাংলাদেশী গ্যালাক্সি এস৯ ইউজাররা কয়েক দিন আগে পেয়েছেন)
আর বিশ্বাস করেন, আপেল খাদকরা বিশ্বাস করেন, আমার আপেল খুব পছন্দ, কিন্ত আপেলের কিন্তু ম্যাকবই নাই আমার, আপনারা মাইন্ড করলেও আমার যায় আসে না-ভিজুয়াল স্টুডিও তে আপেল আছে, চাইলে বানাইতে পারতাম।
আজাইরা পেচাল এখানেই শেষ। এখন ডাউনলোড বাটন,
**একটা কথা কেউ মাইন্ড করবেন না(মাইন্ড করলেও যায় আসে না) ডাউনলিঙ্ক অনেক উপরেই ছিলো, ৩নং তারিখও এই ডাউন লিঙ্ক। যারা উপর থেকে এই পর্যন্ত পড়ছেন তাদের জন্য ব্যাং ইমোজি(🐸)
Comments
Post a Comment