সবাইকে ঈদ মোবারাক। যেহেতু
কাল ঈদ তাই সবার মাঝেই আনন্দ। আমিও এর ব্যতিক্রম নই।
কাল ঈদ তাই সবার মাঝেই আনন্দ। আমিও এর ব্যতিক্রম নই।
যাহোক আমাদের পরবর্তী
অ্যাপটি হলো EncoDecoder. এটার কাজ হলো কোনো লেখা বা শব্দকে এক বিশেষভাবে পরিবর্তন
করা যাতে কোনো মানুষ তা দেখে না বুঝতে পারে আসলে কি লেখা। আবার সেই বিশেষভাবে
পরিবর্তিত লেখাকে পুণরায় আগের রূপে ফিরিয়ে আনা।
অ্যাপটি হলো EncoDecoder. এটার কাজ হলো কোনো লেখা বা শব্দকে এক বিশেষভাবে পরিবর্তন
করা যাতে কোনো মানুষ তা দেখে না বুঝতে পারে আসলে কি লেখা। আবার সেই বিশেষভাবে
পরিবর্তিত লেখাকে পুণরায় আগের রূপে ফিরিয়ে আনা।
সমগ্র এই প্রক্রীয়াকে বলা হয়
Encoding and Decoding. এই দুতি শব্দ থেকেই আমাদের এই অ্যাপের উদ্ভব। তথ্য
আদান-প্রদান বর্তমানে খুবই গুরুত্বপূর্ণ তাই এর সংরক্ষন ও গোপণীয়তাও জরুরি। সেখান
থেকেই এই Encoding and Decoding কথাটি এসেছে। মডেম যেমন কোনো Digital Data কে
Analogue Data তে পরিবর্তঞ করে ওয়েবে পাঠায় আবার Computer এ পূণরায় আনার সময় তার
উল্টো কাজটি করে।আমার এই অ্যাপের কাজটিও ঠিক সেরকম।
Encoding and Decoding. এই দুতি শব্দ থেকেই আমাদের এই অ্যাপের উদ্ভব। তথ্য
আদান-প্রদান বর্তমানে খুবই গুরুত্বপূর্ণ তাই এর সংরক্ষন ও গোপণীয়তাও জরুরি। সেখান
থেকেই এই Encoding and Decoding কথাটি এসেছে। মডেম যেমন কোনো Digital Data কে
Analogue Data তে পরিবর্তঞ করে ওয়েবে পাঠায় আবার Computer এ পূণরায় আনার সময় তার
উল্টো কাজটি করে।আমার এই অ্যাপের কাজটিও ঠিক সেরকম।
EncoDecoder এর UI খুবই সহজ।
এটাতে বর্তমানে শুধু সবুজ রঙ রাখা হয়েছে আমাদের Mc Samuel এর ইচ্ছাই। রান করার
প্রথমেই থাকবে Encode মেনু। যেখানে ১ প্রেস করলে প্রবেশ করা জাবে।সেখানে হয় তুমি
নিজে লিখতে পার অথবা অন্য কোনো স্থান থেকে পেস্ট করে দিতে পারো।তবে জরুরি বিষ্য
খেয়াল রাখতে হবে যেঃ কখোনই লেখার মাঝে স্পেস( ) ব্যবহার করা যাবে না। যদি পেস্ট
করে থাকো তবে স্পেস গুলো মুছে অন্য যেকোনো ক্যারেক্টার ব্যবহার করা যাবে।তারপর
Enter চাপলে তোমার টেক্সট পরিবর্তিত হয়ে যাবে। এখন এই পরিবর্তিত টেক্সটকে কপি করে
কোনো ভাল জায়গায় পেস্ট করে রেখো।
এটাতে বর্তমানে শুধু সবুজ রঙ রাখা হয়েছে আমাদের Mc Samuel এর ইচ্ছাই। রান করার
প্রথমেই থাকবে Encode মেনু। যেখানে ১ প্রেস করলে প্রবেশ করা জাবে।সেখানে হয় তুমি
নিজে লিখতে পার অথবা অন্য কোনো স্থান থেকে পেস্ট করে দিতে পারো।তবে জরুরি বিষ্য
খেয়াল রাখতে হবে যেঃ কখোনই লেখার মাঝে স্পেস( ) ব্যবহার করা যাবে না। যদি পেস্ট
করে থাকো তবে স্পেস গুলো মুছে অন্য যেকোনো ক্যারেক্টার ব্যবহার করা যাবে।তারপর
Enter চাপলে তোমার টেক্সট পরিবর্তিত হয়ে যাবে। এখন এই পরিবর্তিত টেক্সটকে কপি করে
কোনো ভাল জায়গায় পেস্ট করে রেখো।
২য় মেনু হল Decode মেনু।
এখানে তোমার পূর্বের Encoded Text কে পেস্ট করতে হবে। তারপর Enter চাপলেই তোমার লেখাটি
আবার আগের রূপে চলে আসবে।
এখানে তোমার পূর্বের Encoded Text কে পেস্ট করতে হবে। তারপর Enter চাপলেই তোমার লেখাটি
আবার আগের রূপে চলে আসবে।
ডাউনলিঙ্কঃ
encodecoder.zip
Comments
Post a Comment