Skip to main content

BMI Calculator ডাউনলোডের জন্য তৈরি!!!!

সবাইকে স্বাগতম জানাচ্ছি ।আমার এই পেইজে এর আগে এসেছেন তারা নিশ্চই BMI Calculator এর নাম শুনেছেন। হ্যাঁ, গত বছরের ৯ আগস্ট BMI Calculator এর কমান্ড লাইন ডেস্কটপ অ্যাপটি পাবলিশ করা হয়।দেখতে দেখতে প্রায় ছয় মাস পার হয়ে গিয়েছে। কথা ছিল রেগুলার আপডেট দেয়া হবে। কিন্তু বিভিন্ন কারণে তা হয়ে উঠেনি। অনেক সময় পরে আজ আমি আবার সেই ক্যালকুলেটর নিয়ে হাজির হয়েছি। কিন্তু আগের মত সেই কমান্ড লাইন নিয়ে নই! আপনারা শুনে খুশি হবেন যে BMI Calculator এর এন্ড্রয়েড ভার্সন সম্পূর্ণ তৈরি এবং এখনই আপনারা তা ডাউনলোড করতে পারবেন।আশা করি সবাই BMI কি তা জানেন আর যদি না জানেন তাহলে এই লিঙ্ক থেকে ঘুরে আসতে পারেন।


Description


App Name : BMI Calculator
Package Name : com.nahin.bmicalculator
Minimum Android Version : 4.0.3(Ice Cream Sandwich)
Size : 2 MB (1,666,328 bytes)
Developer : Nahin Bin Kaysar


Features

  1. Calculate your BMI
  2. Tells your health condition
  3. Shows you what weight you should have 
  4. A BMI Chart is inserted to help you On 'Da Go
Screenshots :




ব্যাবহারবিধি ঃ এই অ্যাপ এ গুগলের ম্যাটারিয়াল ইউআই ব্যাবহার করা হয়েছে এবং এমন ভাবে বানানো হয়েছে যে যেকেউ দেখা মাত্রই বুঝতে পারে।তবুও আমি বলে দিচ্ছি, প্রথম টেক্সটবক্সে (Weight এর পাশে) আপনার ওজন কেজিতে লিখতে হবে অতঃপর ২য় টেক্সটবক্সে(Height এর পাশে) আপনার উচ্চতার ফিট অংশ এবং ৩য় টেক্সটবক্সে উচ্চতার ইঞ্চি অংশ লিখতে হবে।আর হ্যাঁ কোনো টেক্সটবক্স খালি রাখা যাবে না।

যদি কোনো বাগ পান ঃ যতদ্রুত সম্ভব আমাকে যানাবেন।

This project is fully done by me. I hold the full rights alter everything in this project. So, it is wise not to publish this app with your name, altering the sources, reproducing, distributing without giving credit. If you do so, you will be treated as a craven copy-lefter.

Comments

Post a Comment

Popular posts from this blog

সময় কতই না দ্রুত যায়, তাই না?

কিরে বিশ্ববাসীর পোলাইপানগণ কি অবস্থা? ২০১৯ এর কেবলই ওর দরজা খুললো। সবাই ঢুকতে পারছেন? নাকি কেউ আবার আইস্টাইনের পদার্থবিদ্যা ভুল প্রমাণ করে ২০১৮ তেই পড়ে আছেন? পড়ে থাকতেই পারেন। হয়ত আপনি থিকই সময়ের সুতার টানে সামনে আগাচ্ছেন; কিন্তু আপনার অংশ পড়ে আছে ২০১৮ কিংবা তারও আগের কোনো সময়ে। খুবই স্বাভাবিক। কোথাও পড়েছিলাম মানুষের মন নাকি দর্পণ। হতেই পারে সেই দর্পনের প্রতিফলন কেউ কেউ পরবর্তী সময়েও দেখার জন্যে অধীর আকুল। ছ্যাকা টাইপের কথা-বার্তা? হইবার পারে। সমস্যা কি একটু পোড়া-পোড়ি হইলে? এই যে সময়! নাইলনের দড়ি দিয়া তোমারে বেধে রাখব। পালাবা কোথায়। এত দ্রুত তোমাকে যেতে বলছে কে? না গেলে হয় না? ২ বছর কিভাবে গেলো? টেরই পেলাম না! ২ বছর আগে এই সময় হয়ত আমি ঘুমন্ত। মাথায় অনেক চিন্তা। রেজাল্ট আমার অনুপাতে ভালো করার আনন্দ-সেই আনন্দের সূক্ষ্ম লম্বা চূড়ায় ক্লাস ভাগ হবার বেদনা কিংবা নতুন অ্যাপ পাবলিশ করতে পারব কি পারব না তার দুঃচিন্তা। এখনও মনে হয় দুঃচিন্তা আছে। কিন্তু আসলে আছে কিনা এটা আমি নিজেও খুব একটা নিশ্চিত নই। অনেক মনুষ্য বিষয়াদি আমার ভেতর থেকে বেরিয়ে যাচ্ছে। ধরে রাখা উচিত। শক্ত করে। কিন্তু ক...

BMI Calculator ভার্সন ২

কিছু তারিখ, ৯ আগস্ট ২০১৬ঃ BMI Calculator win32 console ৭ জানুয়ারি ২০১৭ঃ BMI Calculator Android ৩ জানুয়ারি ২০১৯ঃ BMI Calculator Android v2 প্রথম দুইটার মধ্যে পার্থক্য বেশি না। কিন্তু শেষের দুইটার মধ্যে বিশাল ব্যবধান। কমান্ডলাইনের সেই কালো পর্দা থেকে অ্যান্ড্রয়েডের চকচকে গ্রাফিক্স-ওয়ালা জগতে আবির্ভাব যথেষ্ট সময়সাপেক্ষ ব্যাপার। কিন্তু একবার এক জগতে আসতে পারলে সে জগতে আবার কিছু করার জন্য বেশি সময় লাগার কথা না। কিন্তু আমাকেই দেখুন সেই দুই বছর আগে অ্যান্ড্রয়েডের জন্য প্রথম বানিয়েছিলাম। কিন্তু তারপর আর কোনো খবর নাই 🙄 আমি বলছিলাম রেগুলার আপডেট দিবো। কিন্তু বেচারা আমি কথা রাখতে পারি নাই। কিন্তু ব্যাপার না। আপডেট আসলেই আসছে। আর একটু নিচে নামেন; পেয়ে যাবেন ডাউনলিঙ্ক(পেজের নিচের কথা বলছি; ডোন্ট থিঙ্ক এলস) কিছু ভারি কথা না বললেলই নয়। সেগুলার মধ্যে আছে যারা এখনো আইস্ক্রিম আর ব্রেড-এ সন্তুষ্ট; কষ্টের সাথে বলতে হচ্ছে এই অ্যাপ তাদের জন্য না। যারা আমাকে আসতে করে গালি দিয়েছেন তাদের জন্য বলছি, আইস্ক্রিম মানে অ্যন্ড্রয়েড আইস্ক্রিম স্যান্ডুইচ(Android 4.0-4.0.4)। আর ব্রেড মানে অ্যন্ড্রয়েড ...

Get Physics Solver....

Good News!!!! Physics Solver এখন তৈরি ডাউনলোডের জন্য।গত শুক্রবার এর Initial Coding শুরু করেছিলাম।এটার Coding রবিবারের মধ্যে শেষ হতো।আর তার পরের দিনই তা শেষ হয় কিন্তু ইন্টারনেট সল্পতার কারনে আপলোড আর দেয়া হয়ে উঠেনি। যাহোক আজ কোনো সমস্যা নাই।আমরা সবাই জানি Physics Solver এর কাজ কি। পদার্থবিজ্ঞানের কিছু সাধারণ গাণিতিক সমস্যার সমাধান এখান থেকে Input and Output এর মাধ্যামে পাওয়া যাবে।আপাতত আমি শুধু Motion Chapter টিরটির সমস্যা সমাধানের সুবিধা রেখেছি।আশা করা যায় আস্তে আস্তে অনেকগুলো Chapter এটাতে Include করতে পারব। গুগলে সার্চ করে আমি কোনো সফটওয়্যার পাইনি যার মাধ্যমে Physics এর গাণিতিক সমস্য। গুলোর সমাধান করা যায়।তাই নিজেই বানিয়ে ফেললাম এই Physics Solver. এই প্রোগ্রামের একমাত্র কোডার ও প্রোগ্রামার আমি নিজে।C was used to make the whole progran.প্রায় ১ সপ্তাহ লেগেছে এটি লিখতে।So don't try or think to steal my creativity and don't share it with your name. Approximate Size: 50 KB Owner: Nahin Bin Kaysar Company:NBK Corporation ডাউনলোড physics-solver.zip