কিছু তারিখ, ৯ আগস্ট ২০১৬ঃ BMI Calculator win32 console ৭ জানুয়ারি ২০১৭ঃ BMI Calculator Android ৩ জানুয়ারি ২০১৯ঃ BMI Calculator Android v2 প্রথম দুইটার মধ্যে পার্থক্য বেশি না। কিন্তু শেষের দুইটার মধ্যে বিশাল ব্যবধান। কমান্ডলাইনের সেই কালো পর্দা থেকে অ্যান্ড্রয়েডের চকচকে গ্রাফিক্স-ওয়ালা জগতে আবির্ভাব যথেষ্ট সময়সাপেক্ষ ব্যাপার। কিন্তু একবার এক জগতে আসতে পারলে সে জগতে আবার কিছু করার জন্য বেশি সময় লাগার কথা না। কিন্তু আমাকেই দেখুন সেই দুই বছর আগে অ্যান্ড্রয়েডের জন্য প্রথম বানিয়েছিলাম। কিন্তু তারপর আর কোনো খবর নাই 🙄 আমি বলছিলাম রেগুলার আপডেট দিবো। কিন্তু বেচারা আমি কথা রাখতে পারি নাই। কিন্তু ব্যাপার না। আপডেট আসলেই আসছে। আর একটু নিচে নামেন; পেয়ে যাবেন ডাউনলিঙ্ক(পেজের নিচের কথা বলছি; ডোন্ট থিঙ্ক এলস) কিছু ভারি কথা না বললেলই নয়। সেগুলার মধ্যে আছে যারা এখনো আইস্ক্রিম আর ব্রেড-এ সন্তুষ্ট; কষ্টের সাথে বলতে হচ্ছে এই অ্যাপ তাদের জন্য না। যারা আমাকে আসতে করে গালি দিয়েছেন তাদের জন্য বলছি, আইস্ক্রিম মানে অ্যন্ড্রয়েড আইস্ক্রিম স্যান্ডুইচ(Android 4.0-4.0.4)। আর ব্রেড মানে অ্যন্ড্রয়েড ...
কিরে বিশ্ববাসীর পোলাইপানগণ কি অবস্থা? ২০১৯ এর কেবলই ওর দরজা খুললো। সবাই ঢুকতে পারছেন? নাকি কেউ আবার আইস্টাইনের পদার্থবিদ্যা ভুল প্রমাণ করে ২০১৮ তেই পড়ে আছেন? পড়ে থাকতেই পারেন। হয়ত আপনি থিকই সময়ের সুতার টানে সামনে আগাচ্ছেন; কিন্তু আপনার অংশ পড়ে আছে ২০১৮ কিংবা তারও আগের কোনো সময়ে। খুবই স্বাভাবিক। কোথাও পড়েছিলাম মানুষের মন নাকি দর্পণ। হতেই পারে সেই দর্পনের প্রতিফলন কেউ কেউ পরবর্তী সময়েও দেখার জন্যে অধীর আকুল। ছ্যাকা টাইপের কথা-বার্তা? হইবার পারে। সমস্যা কি একটু পোড়া-পোড়ি হইলে? এই যে সময়! নাইলনের দড়ি দিয়া তোমারে বেধে রাখব। পালাবা কোথায়। এত দ্রুত তোমাকে যেতে বলছে কে? না গেলে হয় না? ২ বছর কিভাবে গেলো? টেরই পেলাম না! ২ বছর আগে এই সময় হয়ত আমি ঘুমন্ত। মাথায় অনেক চিন্তা। রেজাল্ট আমার অনুপাতে ভালো করার আনন্দ-সেই আনন্দের সূক্ষ্ম লম্বা চূড়ায় ক্লাস ভাগ হবার বেদনা কিংবা নতুন অ্যাপ পাবলিশ করতে পারব কি পারব না তার দুঃচিন্তা। এখনও মনে হয় দুঃচিন্তা আছে। কিন্তু আসলে আছে কিনা এটা আমি নিজেও খুব একটা নিশ্চিত নই। অনেক মনুষ্য বিষয়াদি আমার ভেতর থেকে বেরিয়ে যাচ্ছে। ধরে রাখা উচিত। শক্ত করে। কিন্তু ক...